Khoborerchokh logo

২০ লক্ষ টাকার চোরাই কাঁচা রাবার উদ্ধার, গ্রেফতার-২ 259 0

Khoborerchokh logo

File photo

ময়মনসিংহ প্রতিনিধি:  ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পীরগাছা রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় ১০ হাজার কেজি অপরিশোধিত কাঁচা রাবারসহ ২ জনকে আটক করা হয়।

২আর্মড পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ভোরে ¡ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যগণ টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পীরগাছা রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮৬৮১) তল্লাসী করে। এসময় কাবার ভ্যানের ভিতর ১০ হাজার কেজি অপরিশোধিত চোরাই কাঁচা রাবার জব্দ করে।

  • যার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। এসময় নারায়নগঞ্জ জেলার সৈয়দপুরের কামাল ফকিরের ছেলে আঃ রহমান(৩১) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পীরগাছা গ্রামের আঃ সামাদের ছেলে মোঃ বাবুল (৪৫) কে আটক করে। এ বিষয়ে ২ এপিবিএন এর এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com